দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে এ সময় নতুন করে ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যা ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত ২৮ জুলাই এর চেয়ে বেশি ৬১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়নি কারও। আগের দিনও করোনায় কারও মৃত্যু হয়নি। রোগী শনাক্ত হয়েছিল ১৪১ জন।
গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৭২ শতাংশে। শনিবার এই হার ৯ দশমিক ৬৬ শতাংশ ছিল।
সবশেষ দৈনিক শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল গত ১৬ জুলাই, সেদিন শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭০ শতাংশ ।
নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩৩৯ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২৮৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন।
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com