রবিবার, ২৮ মে ২০২৩
রবিবার, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০
সর্বশেষ
 
 
করোনায় পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু
প্রকাশ: ০৪:৩০ pm ১৪-০৪-২০২০ হালনাগাদ: ০৪:৩০ pm ১৪-০৪-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম আঘাত হানল ক্রিকেটাঙ্গনে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) মৃত্যুর আগে পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন ৫০ বছর বয়সী এই ক্রিকেটার।

বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান সরফরাজ পাকিস্তানের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার আখতার সরফরাজের বড় ভাই। তিনি ঘরোয়া ক্রিকেটে বেশি পরিচিত। তার কখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ হয়নি। ১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত বিস্তৃত ঘরোয়া ক্যারিয়ারে খেলেছেন ১৫টি প্রথম শ্রেণি ও ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ।

প্রথম শ্রেণির ক্রিকেটে গায়ে ১৫ ম্যাচের ২৫ ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ৬১৬ রান, ফিফটি রয়েছে ৪টি।

১৯৯৪ সালে মাত্র ৩৫ বছর বয়সে অবসর নেন সরফরাজ। পরে নাম লেখান কোচিংয়ে।

গত কয়েকদিন করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজন ফুটবলার ও কোচ মারা গেছেন।

পাকিস্তানে এখন পর্যন্ত মারা গেছেন ১০০ জনের মতো। আক্রান্ত দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তরাঞ্চলীয় শহর পেশাওয়ারেই আক্রান্ত হয়েছেন ৭৪৪জন।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2023 Eibela.Com
Developed by: coder71