বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
বুধবার, ২২শে অগ্রহায়ণ ১৪৩০
সর্বশেষ
 
 
করোনা ঠেকাতে মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর
প্রকাশ: ১০:৪৮ pm ১৬-১১-২০২০ হালনাগাদ: ১০:৪৮ pm ১৬-১১-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ সংস্থা মডার্না ইনকর্পোরেশন দাবি করেছে তাদের ভ্যাকসিন করোনাভাইরাস ঠেকাতে প্রায় ৯৫ শতাংশ কার্যকর।

মডার্নার বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, চার সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ হাজার করোনা রোগীর দেহে ভ্যাকসিন পরীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা যায়, ভ্যাকসিনটি ৯৪.৫ শতাংশ কার্যকরী।

জরুরি ক্ষেত্রে এই ভ্যাকসিন ব্যবহারের জন্য মর্ডানা যুক্তরাষ্ট্রের খাদ্য ও মাদক প্রশাসন থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন চাইবে বলে জানা গেছে।

প্রথম পর্যায়ে মডার্না প্রায় ২ কোটি ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানিয়েছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশগুলোতেও নিজেদের ভ্যাকসিনটি অনুমোদনের জন্য চেষ্টা চালাচ্ছে তারা।

আগামী বছরের মধ্যে তারা সমগ্র বিশ্বে ১০০ কোটি ভ্যাকসিন উৎপাদন করার কথা জানিয়েছে সংস্থাটি।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2023 Eibela.Com
Developed by: coder71