শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
শুক্রবার, ১৫ই চৈত্র ১৪৩০
সর্বশেষ
 
 
ওয়াশিংটন দূতাবাসে বর্ষবরণ অনুষ্ঠিত
প্রকাশ: ০৯:৩৬ am ১৭-০৪-২০১৬ হালনাগাদ: ০৯:৩৯ am ১৭-০৪-২০১৬
 
 
 


ওয়াশিংটন: বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলা  বর্ষবরণ অনুষ্ঠান। প্রতিবারের মত এবারেও অনুষ্ঠানের সূচনা পর্বে সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ...’ গানটি পরিবেশন করেন দূতাবাস পরিবার।


এতে অংশ নেয় বর্ণমালা শিক্ষাঙ্গনের ছোট শিশুরা।শিশুদের সঙ্গে শিক্ষাঙ্গনের শিক্ষরাও যোগ দেন ।  গানের ছোঁয়ায় কবিতার পক্ষে সরকার কবিরুদ্দিনের কবিতার সাথে দিনার মনির গানের ছোঁয়া, ফ্রেন্ডস ও ফ্যামিলি ও একতারা পরিবেশনা করা হয়।

 

সামিয়া ইস্রাত রনীর সাবলীল উপস্থাপনায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ছিল প্রবাসী বাংলাদেশীদের সরব উপস্থিতিতে বঙ্গবন্ধু অডিটোরিয়াম এ সময় ছিল কানায় কানায় পুর্ণ।

বহুসংখ্যক অন্যদেশিয় দূতাবাসের কর্মকর্তা ও যুক্তরাষ্ট্র বিভিন্ন সংস্থার উপরস্তরের কর্মকর্তাগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।

আবহমান বাংলার কৃষ্টি ও সাংস্কৃতি নিয়ে সকল দলই সাবলীল অনুষ্ঠান উপহার দেন।

বিশেষ করে ক্ষুদে শিশুদের দিয়ে বাংলার বিয়ের প্রথা ও অনুষ্ঠান নিয়ে পরিবেশনাটি সকলের মন কেরে নেয়।

তাছাড়া গানের ছোঁয়ায় কবিতার সরকার কবিরউদ্দিনের কবিতার সাথে দিনার মনীর রবীন্দ্র সঙ্গীত উপভোগ্য ছিল বেশ।
রীতি অনুসারে হরেক রকমের ভর্তা ও বাংলার ঐতিহ্য মিষ্টি ও দধি পরিবেশনায় সাঙ্গ হয় এবারের বৈশাখের আয়োজন।

এইবেলা ডটকম/ আরকেএম

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71