রবিবার, ২৮ মে ২০২৩
রবিবার, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০
সর্বশেষ
 
 
এবার ক্রিকেটার নাজমুল অপুর করোনা শনাক্ত
প্রকাশ: ০৯:৫৮ am ২১-০৬-২০২০ হালনাগাদ: ০৯:৫৮ am ২১-০৬-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। একই দিনে পাওয়া গেছে তিন ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর। সাবেক ওপেনিং ব্যাটসম্যান নাফিস ইকবাল ও সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পর শনিবার বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত সপ্তাহে নাজমুলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। গত বুধবার পরীক্ষা করান। শনিবার দুপুরে তার করোনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হয়। এখন নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে নারায়ণগঞ্জের অসহায় মানুষদের নানাভাবে সাহায্য–সহযোগিতা করে আসছিলেন অপু। দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছেন তিনি। সেখান থেকে আসার পর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।

তবে, অপুর শারীরিক অবস্থা খুব একটা খারাপ নয়। জ্বর নেই তবে মাথাব্যথা, ঠাণ্ডা, শরীর ব্যথা ও কাশি আছে। নাজমুলের পাশাপাশি করোনা পজেটিভ হয়েছেন তার বাবা-মাও।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2023 Eibela.Com
Developed by: coder71