আমি সম্পা সরকার । আমার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা গ্রামে। আমি সরকারি তিতুমীর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। দীর্ঘ ৪ মাস ধরে পৌষ্টিকতন্ত্রজনিত সমস্যায় ভুগছি। রাজধানীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা করিয়েছি। কিন্তু ডাক্তাররা সমস্যাটা চিহ্নিত করতে পারেনি। শেষে পিজিতে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সমস্যা ধরতে পারে। পিজিতে অপারেশন করতে বিলম্ব করায় আমাকে ফরাজি হসপিটালে অপারেশন করানো হয়। কিন্তু অপ্রত্যাশিতভাবে অপারেশন স্থলে পচন ধরলে ডাক্তার জানায় পুনরায় অপারেশন করতে হতে পারে। ঢাকার বনশ্রীর ফরাজি হাসপাতালের ২য় তলার ২১৭ নং কেবিনে এখনো চিকিৎসা নিচ্ছি। এ পর্যন্ত প্রায় ২,৫০,০০০ টাকা খরচ হয়েছে যার অধিকাংশ টাকাই সুদের টাকা। হাসপাতালের বিল পরিশোধ করার জন্য প্রায় ৯৭,০০০ টাকা প্রয়োজন। অপারেশন করার প্রয়োজন হলে আরো ৫০ হাজার টাকা লাগবে। আমার বাবা একজন প্রান্তিক কৃষক এবং মা গৃহিণী । পরিবারে আরও দুইটি বোন আছে। ভেবেছিলাম দুখী বাবা-মায়ের ছেলেহীন সংসারে চাকরি করে পরিবারের হাল ধরব। এমতাবস্থায় বেঁচে থাকার জন্য এবং বাবা-মায়ের মুখে ফোটানোর জন্য আমার আর্থিক সহায়তা প্রয়োজন। আমার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। সাহায্য প্রদান: 01704478639(বিকাশ) 017094229847(রকেট)
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com