কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প সংলগ্ন ভাড়া বাসা থেকে জাকারিয়া দুলাল (৪৫) নামে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে এ লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি কুষ্টিয়া জেলার বাসিন্দা। তিনি ‘সানমুন’ নামে একটি বেসরকারি এনজিও’র ব্যবস্থাপক ছিলেন বলে জানিয়েছে উখিয়া পুলিশ। এনজিওটি রোহিঙ্গাদের নিয়ে কাজ করতো। তিনি কিছু দিন আগে ওই বাড়িটি ভাড়া নেন।
উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, শুক্রবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শরর্নাথী ক্যাম্প সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি এক এনজিও কর্মকর্তার বলে শনাক্ত করে এলাকার লোকজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।
নি এম/চঞ্চল
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|