বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
বৃহঃস্পতিবার, ১৬ই চৈত্র ১৪২৯
সর্বশেষ
 
 
উইন্ডিজের নারী দলের প্রধান কোচ ওয়ালশ
প্রকাশ: ০৪:০৪ pm ০২-১০-২০২০ হালনাগাদ: ০৪:০৪ pm ০২-১০-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


দীর্ঘদিন বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এরপর হতে চেয়েছিলেন প্রধান কোচ। কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এবার নিজ দেশের জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হয়ে গেলেন ক্যারিবীয় পেস কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। 

শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তার চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত।

২০১৬ সালে বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন ওয়ালশ। গত বিশ্বকাপের পর বাংলাদেশের সঙ্গে তার চুক্তি শেষ হয়। এরপর গণমাধ্যমে প্রধান কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। গত ফেব্রুয়ারি ও মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সহকারী কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সঙ্গে কাজ করেছিলেন। এবার 'প্রমোটেড' হয়ে তিনি পেলেন প্রধান কোচের দায়িত্ব।

সাবেক কোচ গাস লোগির জায়গায় নতুন দায়িত্ব পেয়ে ওয়ালশ বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নয়নে আমি সব সময়ই কোনো না কোনো প্রতিদান দিতে চেয়েছি। দলে জয়ের সংস্কৃতি আনতে আমার অভিজ্ঞতা, খেলাটি থেকে যা যা শিখেছি এবং সাংগঠনিক ক্ষমতা কাজে লাগবে বলে মনে করি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং গত বছর ভারতের বিপক্ষে সিরিজে মেয়েদের সঙ্গে কাজ করেছি। আমি জানি উন্নতির জন্য কী প্রয়োজন।'

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2023 Eibela.Com
Developed by: coder71