বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
বৃহঃস্পতিবার, ৫ই বৈশাখ ১৪৩১
সর্বশেষ
 
 
উইঘুর সম্প্রদায়ের মসজিদ নিয়ে আপত্তিকর পোষ্টের অভিযোগে শিমুল দাশ আটক
প্রকাশ: ১০:৪৫ pm ১৯-০৮-২০২০ হালনাগাদ: ১০:৪৫ pm ১৯-০৮-২০২০
 
সিলেট প্রতিনিধি
 
 
 
 


সিলেটের বিশ্বনাথে ফেসবুকের একটি গ্রুপে চীনের উইঘুর সম্প্রদায়ের মসজিদ নিয়ে ‘আপত্তিকর পোস্ট’ করার অভিযোগে শিমুল দাশ (১৬) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শিমুল দাস উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলীপাড়া গ্রামের স্বপন দাশের ছেলে ও স্থানীয় একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী। 

বুধবার (১৯ অগাষ্ট) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, মঙ্গলবার শিমুল দাশ তার ‘প্রিন্স বয় শিমুল’ নামের আইডি থেকে ‘শ্রীকৃষ্ণ যুব সংঘ’ নামের ফেসবুক গ্রুপে চীনের উইঘুর মসজিদ নিয়ে একটি আপত্তিকর পোস্ট করে। পোস্টটি মুসলমান নেটিজেনদের নজরে এলে তারা ক্ষুব্ধ ও প্রতিবাদী হয়েছে উঠে। মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা বাড়তে থাকে। খবর পেয়ে থানা পুলিশ ওই এলাকায় ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং শিমুল দাশকে তার বাড়ি থেকে আটক করে।

শিমুলের বাবা স্বপন দাশ তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় দাবি করেন। তিনি বলেন, ‘সে একটি পত্রিকায় প্রকাশিত উইঘুর সম্প্রদায়ের মসজিদ নিয়ে আপত্তিকর পোস্টের প্রতিবাদ করেছে।’

ঘটনাস্থলে যাওয়া থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মা বলেন, ‘পরিস্থিতি শান্ত করে অভিযুক্তকে থানায় নিয়ে এসেছি।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা বলেন, ‘আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71