বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
বৃহঃস্পতিবার, ৬ই চৈত্র ১৪৩১
সর্বশেষ
 
 
ইউক্রেন সংকটে জ্বালানি তেলের দাম ৭ বছরে সর্বোচ্চ
প্রকাশ: ০৪:৫২ pm ২২-০২-২০২২ হালনাগাদ: ০৪:৫২ pm ২২-০২-২০২২
 
 
 


ইউক্রেইন-রাশিয়া নিয়ে উত্তেজনার মধ্যে সরবরাহে সংকট তৈরির আশঙ্কায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ল রেকর্ড হারে।

মঙ্গলবার ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম সাত বছরের মধ্যে সর্বোচ্চ ৯৮ মার্কিন ডলার উঠেছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

ফাইডেলিটি ইন্টারন্যাশনালের বিনিয়োগ পরিচালক মাইক কুরি জানান, প্রতি ব্যারেল জ্বালিন তেলের দাম ১০০ ডলারও ছাড়িয়ে যেতে পারে।

 

গত কয়েকদিন ধরে ইউক্রেন ও রাশিয়া নিয়ে চলছে টানটান উত্তেজনা। ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিশ্ব নেতৃবৃন্দ যে কোনো সময় ইউক্রেনে রাশিয়ার হামলার আশঙ্কা করছে।

এমন পরিস্থিতিতে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পূর্ব ইউক্রেনের মস্কোপন্থি বিদ্রোহীদের আবেদনে সাড়া দিয়ে দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি অঞ্চল দুটিতে রুশসেনা মোতায়েনের কথা জানিয়েছেন তিনি।

ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর অবরোধের হুমকি দিয়েছে যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্ব। এমন প্রেক্ষাপটে দাম বাড়ল জ্বালানি তেলের। এর প্রধান কারণ হলো সৌদি আরবের পরই দ্বিতীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে রাশিয়া। প্রাকৃতিক গ্যাস রপ্তানিতেও দেশটির অবস্থান শীর্ষে।

সূত্র:বিবিসি।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71