আবারো বাবা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ রয়েছেন।
২০১১ সালে প্রিয়তমা জান্নাতুল কাওসার মিষ্টির সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১২ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম পুত্র সন্তান, নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রাখেন রাঈদ। আবারো একটি ছেলেসন্তান এল তাদের কোলজুড়ে।
রিয়াদ জানিয়েছেন, পরিবারের নতুন অতিথিসহ তার স্ত্রী মিষ্টি সুস্থ আছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্, গত রাতে আমাদের দ্বিতীয় ছেলে সন্তানের জন্ম হয়েছে। তাকে আপনাদের দোয়ায় রাখবেন।’
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com