মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। গত ৩ নভেম্বর ভোট গ্রহণের পর নানা নাটকীয়তা শেষে এবার ইলেকটোরাল ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।
সোমবার সন্ধ্যার পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া তাদের ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর ফলে জো বাইডেনের নিশ্চিত ভোট ২৭০টি পেরিয়ে যায়। চূড়ান্ত গণনায় বাইডেন ৩০৬টি ও ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট।
প্রতিটি অঙ্গরাজ্যের ইলেক্টরাল ভোট গণনা শেষে বিজয় নিশ্চিত হওয়ার ঘোষণা দেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাইডেন।
এ ঘোষণার পর এক বক্তব্যে বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র পরীক্ষা এবং ঝুঁকির মুখে পড়েছিল। তবে এবার তা অদম্য, বিশুদ্ধ ও শক্তিশালী হওয়ার প্রমাণ দিলো। ’
নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করায় তিনি ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘এখন পৃষ্ঠা উল্টানোর সময় এসেছে। ’
আনুষ্ঠানিক এ ঘোষণার মধ্য দিয়ে বাইডেনের হোয়াইট হাউসে আগমন সুনিশ্চিত হলো।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোটাররা ‘ইলেক্টর্স’দের ভোট দিয়ে থাকেন। এর কয়েক সপ্তাহ পর ইলেক্টর্সরা প্রার্থীদের ভোট দেন। বাইডেন ইলেক্টরাল কলেজের ৩০৬টি ভোট বাগিয়ে নিয়েছেন, অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট। ৫৩৮ ইলেক্টরের সমন্বয়ে ইলেক্টরাল কলেজে গঠিত। নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীকে ২৭০ বা এর বেশি ভোট পেতে হয়। সেদিক থেকে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন বাইডেন।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com