মহান দার্শনিক, আনন্দ মার্গের প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর শত তম পবিত্র জন্মতিথী উপলক্ষে আনন্দমার্গ ধ্যান মন্দিরে নিমেরটেক, রুপগঞ্জে, আধ্যাত্মিক তত্ত্ব আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা ঘটে মাগ গুরু শ্রী শ্রী আনন্দমূত্তিজীর রচিত প্রভাত সঙ্গীত পরিবেশিত হয়। এর পরেই পরিবেশিত হয় অষ্ঠাক্ষরিক মহামন্ত্র বাবা নাম কেবলম্ কীর্তন, আধ্যাত্মিক ধ্যান সাধনা, সমগ্র বিশ্বের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
আধ্যাত্মিক আলোচনা অংশ নেয় আনন্দমার্গে বিভিন্ন স্তরের কমি ও ভক্তবিন্দু। অত্র এলাকার দূস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরন করা হয়। ভক্তবিন্দু ও এলাকাবাসীদের মধ্যে নারায়ণ সেবার আয়োজন করা হয়।
আনন্দমার্গে মূল উদ্দেশ্যই হল ব্যাক্তিগত জীবনে নিজের মুক্তিমোক্ষ অজন করা এবং সমাজ জীবনে সমস্ত রকমের শোষণ নির্যাতন থেকে সমাজকে মুক্ত করা ও সুষ্ঠ সমাজ ব্যাবস্থা গঠন করা।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন আনন্দ মার্গ প্রচারক সংঘের বাংলাদেশের সভাপতি আচার্য সুজিতানন্দ অবধূত।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com