কোভিট-২০১৯ সংকট স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা চলমান প্রেক্ষাপটে সময়োপযোগী। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে মঙ্গলবার (৮সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে স্বাক্ষরতা দিবসের গৃহীত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ছাইফুল আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাজেদুর রহমান ও সহকারী শিক্ষা অফিসার জ্যোতিষময় রায় প্রমূখ।
উল্লেখ্য, মস্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে আয়োজিত আলোচনা সভা শেষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
নি এম/নিতিশ