রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
রবিবার, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১
সর্বশেষ
 
 
আজ গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ
প্রকাশ: ১২:৫৮ pm ০৫-১২-২০২২ হালনাগাদ: ১২:৫৮ pm ০৫-১২-২০২২
 
 
 


সোমবার (৫ ডিসেম্বর) দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনের। এদিন আহমেদাবাদের রানিপে গিয়ে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি।

ভোট দিতে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রানিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছান নরেন্দ্র মোদি।  আসার সময় উপস্থিত জনতাদের হাত নেড়ে  শুভেচ্ছা জানান তিনি। বুথ পর্যন্ত হেঁটে যাওয়ার সময় রাস্তার দুই পাশে থাকা জনগণকে ‘মোদি, মোদি’ বলে স্লোগান দিয়েছে সকলে।

ভোট দিয়ে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘যেভাবে নির্বাচন হচ্ছে, তা একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এত সুন্দর এবং স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

গুজরাতের দ্বিতীয় দফার ভোটদান পর্বে প্রধানমন্ত্রীর পাশাপাশি ভোট দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আজ আমদাবাদে এসে ভোট দেওয়ার কথা রয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে গুজরাতে দ্বিতীয় এবং চূড়ান্ত দফার ভোটগ্রহণ শুরু হয়েছে।  এই দফায় মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে।

গুজরাতের মধ্য ও উত্তরের ১৪টি জেলাজুড়ে ৯৩টি আসন রয়েছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র-সহ ৬১টি রাজনৈতিক দলের মোট ৮৩৩ জন প্রার্থী আমদাবাদ, বরোদা, গান্ধীনগর এবং অন্যান্য জেলা জুড়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

এইবেলাডটকম/মভশ

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71