নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে অস্ত্র মামলাসহ দু'টি পৃথক অভিযোগে ২৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
দুইটি মামলায় একটিতে ২০ বছর, অপরটিতে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দু’টি অভিযোগের সাজা একত্রে চলবে বলে রায়ে বলা হয়েছে। তাই তাদের ২৭ বছরেই সাজা ভোগ করতে হবে।
ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক কে এম ইমরুল কায়েশ সোমবার আদালতে এই দম্পতির উপস্থিতিতে এই সাজা দেন।
র্যাবের একটি দল পাপিয়া, তার স্বামীতে এবং তাদের দুই সহযোগীকে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে।
পরদিন সকালে ফার্মগেটের ইন্দিরা রোডে পাপিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০টি গুলি, পাঁচ বোতল মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা নগদ, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড উদ্ধার করে র্যাব।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com