প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে চীনের মালিকানাধীন সকল অ্যাপস বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। চীনের অ্যাপস যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেছেন পম্পেও।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন মন্তব্য করেন।
সাক্ষাতকারে পম্পেও অভিযোগ করেন, জনপ্রিয় টিকটক অ্যাপস সরাসরি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কাছে তথ্য পাচার করতো।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেওয়ার হবে চীনা অ্যাপস টিকটক। জানা গেছে, যুক্তরাষ্ট্রে টিকটকে পরিচালনার জন্য মাইক্রোসফট প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছে মার্কিন সরকার।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com