আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে কোন ভুল করিনি বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগান সরকার ও তালেবান সরকারের মধ্যে লড়াই চলাকালীন এ মন্তব্য করলেন বাইডেন। তিনি বললেন, আফগানদেরই নিজেদের লড়াই করতে হবে। আমেরিকা বাইরে থেকে সাহায্য করবে।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করছে, যেমন বিমান হামলা চালানো, সেনাবাহিনীদের বেতন প্রদান এবং আফগান বাহিনীকে খাদ্য ও সরঞ্জাম সরবরাহ।
২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরু করার পর থেকেই শুরু হয়েছে তালেবান ও আফগান বাহিনীর যুদ্ধ। একে একে ৮টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবানরা।গত শুক্রবার নিমরোজ প্রদেশের জারাঞ্জ শহর এবং শনিবার জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান দখল করে নেয় তারা। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় ফারাহ এবং উত্তরাঞ্চলীয় পুল-ই-খুমরি দখলে নিয়েছে। চলমান যুদ্ধে এখন পর্যন্ত হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে।
নি এম/