eibela24.com
রবিবার, ০৫, ডিসেম্বর, ২০২১
 

 
দীপাবলীতে বাড়ির কোন স্থানে প্রদীপ রাখা অবশ্যই উচিত
আপডেট: ১১:৫৫ pm ১৩-১১-২০২০
 
 


দীপাবলী মানেই আলোর উৎসব৷ গোটা শহর, গোটা দেশ আলোয় সেজে ওঠে এই উৎসবে৷ প্রত্যেকটি ঘর সেজে ওঠে প্রদীপের আলোয় ৷ এই আলোর মধ্যে দিয়ে যাবতীয় অন্ধকার দূর হয়ে জীবনে নতুন আলোর সঞ্চার ঘটে ৷ সংসারে আসে সমৃদ্ধি ৷

 নিকষ অন্ধকার থাকে আর এই অন্ধকার থেকে মুক্তি পেতে মানুষ সর্বত্র প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে রাখে। বিশ্বাস করা হয়, নিকষ অন্ধকারেই অশুভ আত্মা ও অশুভ শক্তি সক্রিয় হয়ে ওঠে। তাই এই অশুভ শক্তিকে দুর্বল করতে ঘরের প্রতিটি কোনায় কোনায় বাতি বা প্রদীপ জ্বালানো হয়ে থাকে।

নিকষ অন্ধকার থাকে আর এই অন্ধকার থেকে মুক্তি পেতে মানুষ সর্বত্র প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে রাখে। বিশ্বাস করা হয়, নিকষ অন্ধকারেই অশুভ আত্মা ও অশুভ শক্তি সক্রিয় হয়ে ওঠে। তাই এই অশুভ শক্তিকে দুর্বল করতে ঘরের প্রতিটি কোনায় কোনায় বাতি বা প্রদীপ জ্বালানো হয়ে থাকে।

 দীপাবলির দিন বাড়ির কয়েকটি এমন জায়গা রয়েছে যেখানে প্রদীপ জ্বালালে ভাগ্য সব সময় আপনার সঙ্গ দেবে। বাস্তু অনুসারে বাড়ির কোন স্থানে প্রদীপগুলি অবশ্যই রাখা উচিত তা জেনে নিন।

দীপাবলির দিন বাড়ির কয়েকটি এমন জায়গা রয়েছে যেখানে প্রদীপ জ্বালালে ভাগ্য সব সময় আপনার সঙ্গ দেবে। বাস্তু অনুসারে বাড়ির কোন স্থানে প্রদীপগুলি অবশ্যই রাখা উচিত তা জেনে নিন।

 ঋণ থেকে মুক্তি পেতে এবং আর্থিক সমস্যার সমাধান করতে দীপাবলির রাতে গরুর দুধের তৈরি খাঁটি ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান।

ঋণ থেকে মুক্তি পেতে এবং আর্থিক সমস্যার সমাধান করতে দীপাবলির রাতে গরুর দুধের তৈরি খাঁটি ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান।

 দীপাবলির রাতে তুলসী গাছের নীচে একটি প্রদীপটি রাখুন। বাড়িতে তুলসীর গাছ না থাকলে যে গাছই হোক না কেন তার কাছে রাখুন।

দীপাবলির রাতে তুলসী গাছের নীচে একটি প্রদীপটি রাখুন। বাড়িতে তুলসীর গাছ না থাকলে যে গাছই হোক না কেন তার কাছে রাখুন।

 প্রধান দরজার বাইরে চারপাশে বা এমনকি একটি রাঙ্গোলির মাঝখানে একটি প্রদীপ স্থাপন করা উচিত।

প্রধান দরজার বাইরে চারপাশে বা এমনকি একটি রাঙ্গোলির মাঝখানে একটি প্রদীপ স্থাপন করা উচিত।

 একটি পঞ্চ প্রদীপ জ্বালিয়ে বাড়ির কাছাকাছি কোনও বট গাছের নীচে এবং নিকটবর্তী মন্দিরে সাতটি প্রদীপ জ্বালিয়ে দিন।

একটি পঞ্চ প্রদীপ জ্বালিয়ে বাড়ির কাছাকাছি কোনও বট গাছের নীচে এবং নিকটবর্তী মন্দিরে সাতটি প্রদীপ জ্বালিয়ে দিন।

 এছাড়াও বাথরুমের কোণে, বাড়ির দেয়াল বা চৌবাচ্চা প্রাচীরের উপর, জানালায়, ছাদে, বাড়ির অন্ধকার স্থানে প্রদীপ জ্বালানো উচিত।

এছাড়াও বাথরুমের কোণে, বাড়ির দেয়াল বা চৌবাচ্চা প্রাচীরের উপর, জানালায়, ছাদে, বাড়ির অন্ধকার স্থানে প্রদীপ জ্বালানো উচিত।

নি এম/