eibela24.com
বুধবার, ০৮, ডিসেম্বর, ২০২১
 

 
অভয়নগরে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা
আপডেট: ১১:৩৮ pm ১৮-১০-২০২০
 
 


যশোরের অভয়নগর উপজেলায় আল মামুন (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আল মামুন অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আল মামুন শুভরাড়া গ্রামের সিকিরহাট খেয়াঘাট এলাকা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। বিকাল পাঁচটার দিকে তিনি গ্রামের জনৈক খবির উদ্দীনের বাড়ির পাশে পৌঁছান। ওই সময় একই গ্রামের গফুর ফকিরের ছেলে রিপন ফকির (৩০) এবং তার চাচাতো ভাই সুবিদ আলী ফকিরের ছেলে বেল্লাল ফকির (২২) আল মামুনের মাথা এবং বুক লক্ষ্য করে তিনটি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত আল মামুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

অভয়নগর উপজেলা বাসুয়াড়ী পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, খুব কাছ থেকে মামুনের মাথায় এবং বুকে তিনটি গুলি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তদন্তের পর তা বলা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

নি এম/