eibela24.com
শুক্রবার, ০৩, ডিসেম্বর, ২০২১
 

 
বেনাপোল গাঁজা সহ যুবক আটক 
আপডেট: ১০:০৪ pm ১৮-১০-২০২০
 
 


বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ জিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃত  জিয়া (৩৫) সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রাম পেঁচোর বাওড়  শহিদুল ইসলামের ছেলে। 

থানা সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল নামাজ গ্রাম বাইতুল আকসা জামে মসজিদ সংলগ্নে অভিযানে গাঁজা সহ তাকে  আটক করে। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর কোট হাজতে প্রেরন করা হবে।

নি এম/