eibela24.com
রবিবার, ০৫, ডিসেম্বর, ২০২১
 

 
যশোরে বাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ   
আপডেট: ১১:১২ pm ১০-১০-২০২০
 
 


বৃহস্পতিবার দিবাগত রাতে যশোরে এক বাসযাত্রী তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পরিবহন শ্রমিক মনির হোসেনকে আটক করেছে পুলিশ। 

ধর্ষণের শিকার ওই তরুণী মাগুরা জেলার শালিখা উপজেলার বাসিন্দা। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এমকে পরিবহনের একটি কোচে বৃহস্পতিবার রাত ১১টায় রাজশাহী থেকে যশোর মনিহার বাসস্ট্যান্ডে এসে পৌছান ওই তরুণী। এসময় তার গন্তব্য মাগুরার শালিখাতে যাওয়ার কোন বাস না থাকায় তিনি মনির হোসেন নামে পূর্ব পরিচিতি এক বাস কন্ডাক্টরকে সাহায্যের জন্যে ফোন দেন। খবর পেয়ে মনির এসে তার নিজের গাড়িতে তুলে বকচর এলাকায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে।

এদিকে যাত্রীবিহীন বাসে একজন নারীকে তুলে নিয়ে যাওয়া দেখে পিছু নেয় মনিহার এলাকার আরও কয়েকজন পরিবহন শ্রমিক। পরে তাদের কাছে খবর পেয়ে রাতেই পুলিশ তরুণীকে উদ্ধার ও অভিযুক্ত মনিরকে আটক করে। 

এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নি এম/