eibela24.com
সোমবার, ১৮, অক্টোবর, ২০২১
 

 
কেন ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটে? 
আপডেট: ১১:২৯ pm ০১-১০-২০২০
 
 


পৃথিবীতে সব মানুষ সমান হয় না। অনেকে ভালো হয় আবার অনেকে খুব খারাপ ধরনের মানুষ যারা সব সময় অন্যের ক্ষতি চাই কিন্তু হিসেবে দেখা যায় যারা অন্যের ক্ষতি চায় তাদের কিন্তু এক সময় ভালো হয়৷

আর যারা ভালো মানুষ হয় তাদের সব সময়ই ক্ষতি হয়৷ তাঁরা বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে কষ্ট পেয়ে থাকেন৷ ভালো মানুষের সঙ্গে ভাল হওয়াটাই তো স্বাভাবিক কিন্তু খারাপ কেন হয়?

আমাদের মনে থাকা এই প্রশ্ন এক সময় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন৷ যার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মূল্যবান তার জ্ঞান প্রদান করেছিলেন, বলেছিলেন যে ব্যক্তিরা সদাচারী হন ঈশ্বরকে সর্বদা প্রেম করেন তাঁরা আছেন আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়৷

সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে সবাই সুস্থ থাকতে চান তাই কর্মফলে সবাই ভোগেন, আর সেই কর্মের ফলে মানুষের জীবনে কষ্ট রূপে আসে৷ তাই ভালো মানুষরা কষ্ট পেলে বুঝবেন আগের জীবনে তাঁরা কোনও খুব বড় পাপ করেছিলেন৷ 

নি এম/