eibela24.com
শুক্রবার, ০৪, ডিসেম্বর, ২০২০
 

 
শালিখায় নিখোঁজ বিদ্যুত সরকারের মৃতদেহ নদী থেকে উদ্ধার
আপডেট: ০৮:৪৭ pm ২৩-০৯-২০২০
 
 


শালিখায় গঙ্গারামপুর ইউনিয়নের মনোখালী গ্রামের নিখোঁজ বিদ্যুত সরকারের মৃতদেহটি বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুরে নবগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়। মনোখালি গ্রামের পিযুষ কান্তি সরকারের পুত্র বিদ্যুত সরকার(৫০) ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। 

স্বজনেরা ও এলাকাবাসী জানান, বেশ কিছুদিন যাবৎ তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এছাড়া নিখোঁজের দিন সকালে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন।

বুধবার লাশ পাওয়া যায় নিজের বাড়ির পাশের গংগারামপুর নদীতে। নদীতে জাল পাতার সময় বিদ্যুত সরকারের লাশ ভদ্র ঘাটে দেখতে পেয়ে প্রতিবেশিদের খবর দেয়। প্রতিবেশি ও স্বজনদের ধারনা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন এবং নদী থেকে উঠতে না পারায় জলে ডুবে মারা গেছেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, নদীতে লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নি এম/