eibela24.com
রবিবার, ০৫, ডিসেম্বর, ২০২১
 

 
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না
আপডেট: ১১:২৮ pm ২৫-০৮-২০২০
 
 


করোনার সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে হবে না। এই পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে বিদ্যালয় খোলা সম্ভব হলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা হবে। আর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় এবার মেধাবৃত্তি দেওয়া হবে না। তবে উপবৃত্তি কার্যক্রম চলবে।

মঙ্গলবার (২৫ আগষ্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবনায় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

এর আগে গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, "করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে।"

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। প্রথম দফায় ৩১ মার্চ পর্যন্ত বন্ধের ঘোষণা আসলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঝুঁকি নেয়নি সরকার।

নি এম/