eibela24.com
রবিবার, ২৮, মে, ২০২৩
 

 
এবার ফুটবল ক্লাবের মালিক হলেন সেরেনা উইলিয়ামস
আপডেট: ০৪:৩৬ pm ২৩-০৭-২০২০
 
 


ন্যাশনাল ওমেন'স সকার লিগে এবার টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের ফুটবর দলও লড়বে। সেরেনা ও তার স্বামী এলেক্সিস অহানিয়ান তাদের মেয়ের নামে ফুটবল ক্লাবটির নাম রাখেন। অল-স্টার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি গ্রুপে এবার নাম যোগ হলো সেরেনা উইলিয়ামসের। হলিউড তারকা নাটালিয়ে পোর্টম্যান, জেনিফার গার্নার, জেসিকা চাস্টেইন ও ইভা লঙ্গোরিয়ার পর এবার সেরেনার নামও যোগ হলো ফুটবল অঙ্গনে।

মোট ১১ টি ফ্র্যাঞ্চাইজি ২০২২ মৌসুমে ন্যাশনাল ওমেন'স সকার লিগে খেলবে। হলিউড তারকাদের এই দলগুলো মূলত লস অ্যাঞ্জেলেসভিত্তিক। হলিউড তারকাদের মালিকানায় গঠিত এই ফ্র্যাঞ্চাইজির নাম অ্যাঞ্জেল সিটি। তবে সেরেনাদের এই দলটার অফিশিয়াল নাম এখনো ঠিক করা হয়নি। 

সেরেনা ছাড়াও তার স্বামী, অ্যালেক্সিস ওহানিয়ান ও মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রের নামও আছে দলটির মালিকানায়।

নি এম/