eibela24.com
শনিবার, ২৮, নভেম্বর, ২০২০
 

 
আত্মঘাতী দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সুশীল গাওডা!
আপডেট: ০৫:০৫ pm ০৮-০৭-২০২০
 
 


সুশান্ত সিং রাজপুতের শোক কাটতে না কাটতেই ফের বিনোদন জগত কেঁপে উঠল আরেক অভিনেতার আত্মঘাতী হওয়ার খবরে৷ 

বুধবার (৮ জুলাই) সকালেই সামনে এল চমকে দেওয়ার মতো খবর৷ মাত্র ৩০ বছর বয়সেই নিজের জীবনে ইতি টেনে দিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুশীল গাওডা৷ কর্নাটকের মন্দ্যা জেলায় নিজের বাড়িতেই আত্মঘাতী হন এই অভিনেতা৷

ঠিক কী কারণে অভিনেতা সুশীল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনও জানা যায়নি৷ পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে৷ কন্নড় ভাষার বহু ছবিতেই অভিনয় করেছেন তিনি৷ সুশীল জনপ্রিয় ছিলেন টেলিভিশনেও৷ কয়েক দিন বাদেই মুক্তি পাওয়ার কথা ছিল সুশীলের নতুন ছবি ‘সালাগা’৷ অভিনেতা সুশীলের মৃত্যুতে শোকের ছায়া সিনেমহলে৷

নি এম/