eibela24.com
বৃহস্পতিবার, ২০, জানুয়ারি, ২০২২
 

 
জয়পুরহাটে ঝড়ে ঘরের উপর গাছ পড়ে নিহত ৪ 
আপডেট: ০৪:১৩ pm ২৭-০৫-২০২০
 
 


জয়পুরহাটে ঝড়ের সময় গাছ ভেঙে ঘরের ওপর পড়ে দুই সন্তানসহ এক গৃহবধূ এবং আলাদা ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে ক্ষেতলাল পৌর এলাকার খলিশাগাড়ী গ্রামে ও কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খলিশাগাড়ী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের জয়নাল মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭) ও তার দুই ছেলে নেওয়াজ মিয়া (৭), নিয়ামুল হোসেন (৩) এবং হারুঞ্জা গ্রামের ছালামত আলীর স্ত্রী মরিয়ম বেগম (৭০)।

এলাকাবাসীর বরাতে জয়পুরহাটের পুলিশ সুপার সালাম কবির জানান, মঙ্গলবার রাতে প্রচণ্ড ঝড় শুরু হলে একটি গাছ জয়নাল মিয়ার ঘরের চালার উপরে পড়ে। এ সময় ঘরের দেয়াল ভেঙে পড়লে তাতে চাপা পড়ে তার স্ত্রী ও দুই সন্তান আহত হয়। পরে তাদের উদ্ধার করে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ সময় জয়নাল অন্য ঘরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

তিনি জানান, একই সময় প্রবল ঝড়ে একটি গাছ ভেঙে মরিয়ম বেগমের ঘরের চালার ওপর পড়ে। এ সময় ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে তার মৃত্যু হয়।

এ ছাড়াও জেলায় প্রায় ২ শতাধিক কাঁচা ও আধাপাকা বাড়ি-ঘর ভেঙে গেছে এবং  কয়েক হাজার গাছ-পালা উপড়ে পড়েছে বলে স্থানীয়রা জানান।

নি এম/