eibela24.com
বৃহস্পতিবার, ২৮, মার্চ, ২০২৪
 

 
মন্দিরের প্রনামীর টাকা দিয়ে হিন্দু মুসলিম নির্বিশেষে ত্রানসহায়তা বিতরণ !
আপডেট: ১০:৫৮ am ০৭-০৪-২০২০
 
 


পরিমান যা্ই হোক না কেন? মানুষের ধর্ম হলো  মানবতার চর্চা করা। মন্দিরের প্রনামীর টাকা দিয়ে হিন্দু মুসলিম নির্বিশেষে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষ ও হত দরিদ্রদের মাঝে ত্রানসহায়তা বিতরণ করেন একদল মানবসেবী হিন্দু যুবক। 

বাংলাদেশের দক্ষিনাঞ্চলের এক সুন্দর ছোট্ট শহর গলাচিপা উপজেলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দুরের এক ছায়া সুনিবিড় সবুজে ঘেরা জনপদ চিকনিকান্দি বন্দর এ অবস্থিত চিকনিকান্দী সার্বজনীন কালিবাড়ী এবং সনাতন যুব সেবা সংঘের কয়েকজন উদ্যমী তরুনদের  উদ্যোগে বিশ্বব্যাপী ভয়াবহ করোনা ভাইরাসের কারণে সারাদেশে সরকারীভাবে ছুটি থাকায় কর্মহীন হয়ে পড়া মানুষ ও হত-দরিদ্র ২৮০ টি  পরিবারের  মাঝে সোমবার (৬ এপিল) দুপুরে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়৷ 

মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অজিত কুমার কুন্ডু, সভাপতি কালাচাঁন কুন্ডু, সাধারন সম্পাদক যুগল দেবনাথ এবং সনাতন যুব সেবা সংঘের সভাপতি শ্রী বিবেকানন্দ দেবনাথ এর উদ্যোগে হিন্দু মুসলিম জাত ধর্ম নির্বিশেষে মন্দিরের নিজস্ব তহবিল ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী তরুন যুবকদের নিজ নিজ ব্যক্তি দানের টাকায় এই ত্রানসামগ্রী বিতরণ করা হয়৷ 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ৷ 
মন্দির কমিটির সঙ্গে কথা বলে জানা যায়, মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অজিত কুমার কুন্ডু বলেন, "মানবসেবার চেয়ে বড় ধর্ম আর কিছুই হয় না৷ আমাদের সনাতন ধর্মে মানবসেবা ও দানের কথা বলা আছে।"

প্রায় তিনদিনের খাদ্য দ্রব্যের মধ্যে ছিলো ৩ কেজি চাল, ২ কেজি আলু,  ১ কেজি ডাল, হাফ লিটার তেল, ১ কেজি লবন এবং ১টি সাবান। 

উল্লেখ্য, এই উদ্যোমী তরুনরা নিজ এলাকায় সবসময় মানবসেবায় অতুলনীয় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

নি এম/