eibela24.com
মঙ্গলবার, ০৯, আগস্ট, ২০২২
 

 
গুলি চললো জাদেজার বিয়েতে?
আপডেট: ১০:০০ am ১৭-০৪-২০১৬
 
 


স্পোর্টস ডেস্ক: সকাল থেকে উৎসবের মেজাজে ছিলো। বিয়ে বাড়ি বলে কথা। রবিবার ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার সময় বরযাত্রীদের মধ্যে কোনও একজন হঠাৎ পিস্তল উঁচিয়ে আকাশের দিকে পরপর গুলি ছুঁড়তে থাকে। তখনেই সবকিছু চুপচাপ হয়ে যায়, হঠাৎ কি হলো? খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ।

লোধিকা পুলিশ স্টেশনের পিএসআই মহেন্দ্র সিং রানা বলেন,  খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছায়। ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। এটি একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তুল। যেটি কেবল আত্মরক্ষার জন্যই ব্যবহার করা যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের তিন বছর জেল হতে পারে।

চলতি বছর ফেব্রুয়ারিতে মেকানিক্যাল ইঞ্জিয়ার রিভা সোলাঙ্কির সঙ্গে এনগেজমেন্ট হয় জাদেজার। আজ তাদের বিয়ে। এই বিয়ে অনুষ্ঠানেই ‘গান ফায়ার’ ঘটনা ঘটলো।


এইবেলাডটকম/এটি