eibela24.com
শুক্রবার, ২৯, মার্চ, ২০২৪
 

 
‘ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে গঠনমূলক সহযোগিতা বাড়ানো উচিত’
আপডেট: ০৮:১১ am ১৭-০৪-২০১৬
 
 


আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে ঘনিষ্ঠ এবং গঠনমূলক সহযোগিতা বাড়ানো উচিত।

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ডেলসে রোড্রিগুয়েজের সঙ্গে তেহরানে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন তিনি। এ ছাড়া, কারাকাসের সঙ্গে তেহরান সব সময়ই সুসম্পর্ক বজায় রাখছে বলেও জানান তিনি। জারিফ বলেন, অভিন্ন স্বার্থের ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক বাড়াতে সব সময়ই প্রস্তুত ইরান।

তিনি আরো বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আরোপিত নিষেধাজ্ঞা দেশটির তেলক্ষেত্রে সমস্যার সৃষ্টি করেছে। তেহরান তার আগেকার সক্ষমতা চাঙ্গা করে তুলতে চায় বলেও জানান তিনি।

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কারাকাস এবং তেল রফতানিকারী দেশগুলোর সংস্থা ওপেকের সঙ্গে আলাপের সময়ে তেল উত্তোলনের ক্ষেত্রে ইরানের পূর্ব অবস্থানে ফিরে যাওয়ার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন তারা।

বর্তমানে ইরান দৈনিক ৩৩ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে। ২০ মার্চ থেকে শুরু হওয়া নতুন ফার্সি বছরে তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪০ লাখ ব্যারেলে নিয়ে যাওয়া হবে বলেও ঘোষণা করেছে ইরান।

খবর: রেডিও তেহরান

এইবেলা ডটকম/এসবিএস