eibela24.com
বৃহস্পতিবার, ২৪, সেপ্টেম্বর, ২০২০
 

 
যশোরে নকলনবিস এ্যাসোসিয়েশনের মানববন্ধন
আপডেট: ০৬:৫১ am ১৭-০৪-২০১৬
 
 


যশোর প্রতিনিধি: বকেয়া বেতন পরিশোধ, চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন করেছেন জেলা নকলনবিশ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ নকলনবিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে জেলা রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে সংগনের নেতৃবৃন্দ বলেন, ৪০ বছর ধরে দায়িত্ব পালন করলেও তাদের  চাকরি স্থায়ী হয়নি। তাছাড়া যে বেতন দেয়া হয় তাও অনিয়মিত। ফলে মোহরাররা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। চাকরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি হায়দার আলী, কেন্দ্রী সহ-সভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর, সামছুজ্জামান মিলন, মণিরামপুরের রবিউল ইসলাম, শার্শার লিয়াকত আলী, অভয়নগরের ফরহাদ হোসেন, বাঘারপাড়ার বাবুল হোসেন, চৌগাছার আবুল হোসেন, কেশবপুরের শামিমা আক্তার, যশোর সদরের মনিরুল ইসলাম প্রমুখ।

এইবেলা ডটকম/পি কে/এমকে/এসজি