eibela24.com
রবিবার, ০৯, আগস্ট, ২০২০
 

 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শাবি শিক্ষার্থীর
আপডেট: ১১:১৯ pm ১৬-০৪-২০১৬
 
 


সিলেট : বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী অরুপ সূত্রধর তনু।

শনিবার রাত ৯টার দিকে বড়লেখায় এক বন্ধুর বাড়িতে মারা যান তিনি। তিনি শাবি`র সমাজকর্ম বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক। 

সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ গুপ্ত জানান, বাসন্তি পূজা দেখতে বড়লেখায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তনু। শনিবারের ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে ওই বন্ধুর বাড়ির চালে পড়ে। রাত ৯টার দিকে ঘরের ভেতরেই বিদ্যুৎস্পৃষ্ট হন তনু, তাঁ বন্ধু ও বন্ধুর বাবা। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে মারা যান তনু। আহত অপর দু`জনের নাম জানাতে পারেননি তিনি।

তনুর বন্ধুরা জানান, তনুর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। শনিবার রাতেই মরদেহ নবীগঞ্জ নিয়ে যায় তার স্বজনরা। এদিকে তনুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহপাঠীদের মাঝে।

এইবেলা ডটকম/ আরকেএম