eibela24.com
শুক্রবার, ২৯, মার্চ, ২০২৪
 

 
নবীগঞ্জের সোজাপুরে জাঁকজমকভাবে বাসন্তী পূজা অনুষ্টিত
আপডেট: ০২:০১ pm ১৬-০৪-২০১৬
 
 


হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলর্ম্বীদের অন্যতম উৎসব  ৫ দিন ব্যাপী বসন্তী পূজা গতকাল শনিবার রাতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

অনুষ্টানমালার মধ্যে ছিল পূজানুষ্টান,ভোগরাগ, পুষ্পাঞ্জলী প্রদান, আরতী প্রতিযোগীতা, গানের প্রতিযোগী,পুরস্কার বিতরন,আলোচনা ও প্রসাদ বিতরণ। সোজাপুর দেবদূত যুব সংঘের উদ্যোগে এ বছর ১৫ তম বর্ষপুর্তি পূজা  অনুষ্টিত হয়। দেবদূত যুব সংঘের সভাপতি গুরুপদ রায়ের  সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক  অমরেন্দ্র রায়ের পরিচালনায়  পূজানুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি  প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,  ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুও রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রিজভী আহমদ খালেদ, কৃষকলীগ নেতা মহাদেব রায়,গৌরমনি সরকার, মতি লাল দাশ, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারুন মিয়া, ইউপি সদস্য মতিউর রহমান কটন, নুরুল হক মিয়া।

এ সময় উপস্থিত ও পূজানুষ্টানের সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন, সহ-সভাপতি নিত্য গোপাল রায়, নেপাল রায়, গোপেশ রায়, সীতেশ রায়, যুগ্ম সম্পাদক মহেন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক প্রদীপ রায়, অর্থ সম্পাদক অজয় পাল, রাজীব কুমার রায়, নির্মল পাল, টিটন দাশ, বাবুল দাশ, লিটন পাল, সুভাষ দাশ, বাবুল পাল, মহিতোষ রায়, জনি রায়, বিমল রায়, মিল্টন রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

 

এইবেলাডটকম/উত্তম কুমার পাল হিমেল/এআরসি