eibela24.com
শুক্রবার, ২৯, মার্চ, ২০২৪
 

 
আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ বরিশাল বুলসের মালিক
আপডেট: ১০:১৬ am ১৬-০৪-২০১৬
 
 


স্পোর্টস ডেস্ক: বিপিএলের তৃতীয় আসরের রানার্সআপ দল বরিশাল বুলসের মালিক রিজওয়ান বিন ফারুককে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এশিয়া কাপের ফাইনালে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শনিবার তাকে নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা বিষয়ক কমিটি।

সভা শেষে বিসিবির সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘তার এমন আচরণে বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তাকে (রেজওয়ান বিন ফারুক) ক্রীড়াঙ্গনে তথা স্টেডিয়াম পাড়া থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উনি কোনওভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এমনকি ক্রিকেট সংশ্লিষ্ট কোনও ক্লাবের কিংবা কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও সম্পৃক্ত থাকতে পারবেন না।’

এশিয়া কাপের ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠান টোটাল স্পোর্টসের মার্কেটিং প্রধান মঈনুল হক চৌধুরীর ওপর চড়াও হন রিজওয়ান। মঈনুলের সঙ্গে রেজওয়ান বিন ফারুকের কী নিয়ে সমস্যা হয়েছে এমন প্রশ্নের জবাবে আ জ ম নাছির বলেন, ‘মঈনুলের সঙ্গে কী নিয়ে সমস্যা হয়েছে; এটাতো আমাদের বিবেচ্য বিষয় নয়। একটি আন্তর্জাতিক ম্যাচের ফাইনাল ম্যাচের সময়ে এমন অপ্রীতিকর ঘটনা কখনও কাম্য হতে পারে না। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

রিজওয়ান বিন ফারুক দীর্ঘদিন ধরেই বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রতিষ্ঠান এক্সিওম টেকনোলজিস বিসিবির সঙ্গে ব্যবসায় জড়িত। বরিশাল বুলসের অন্যতম মালিকও তিনি। এছাড়া বিসিবির হয়ে বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর জোগাড় করে আসছেন তিনি। কিছু কিছু কোম্পানির সঙ্গে এখন চুক্তি বিদ্যমান রয়েছে এক্সিওম টেকনোলজিসের। সেক্ষেত্রে বিসিবির করণীয় এখন কী হবে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিসিবির সঙ্গে ক্রিকেট সম্পর্কিত কিছুতে তিনি থাকতে পারবেন না। স্পন্সর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কিছু থাকলে; সেটা লিগ্যাল অ্যাডভাইজারদের সঙ্গে পর্যালোচনা করে দেখবো।’

 

এইবেলা ডটকম/এডি