সূর্য্যগ্রহন এ হিন্দুরা পুরানো রান্না খাবার খায়না, কারন ওই সময় বায়ু তাপমাত্রা দ্রুত পরিবর্তনে খাবারে জীবাণুর বংশ বৃদ্ধি হয়। খেয়ে অনেকে মরেছে। কুসংস্কার নয়। আর একাদশী থেকে পূর্ণিমা অমাবস্যা পর্যন্ত পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ পরিবর্তনের কারণে জীবের শরীরে রিয়াকশন হয়। তাই একাদশীর দিন উপোস থেকে, শরীরকে ওই সময়ের পরিবর্তনের জন্য উপযুক্ত করা হয়। তেমনি পূর্ণিমা অমাবস্যার দিন উপোস থেকে শরীরকে নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত করে।
বিজ্ঞানীরা বলেছেন, সপ্তাহে একদিন জল খেয়ে উপোস করলে, অর্গান গুলো ছুটি পেয়ে ভালো থাকে। হিন্দুত্ব কুসংস্কার নয়। আয়ুর্বেদ সুস্থ ভাবে বাঁচার বিজ্ঞান। মেডিক্যাল সায়েন্স সেদিনের। কিন্তু হিন্দুরা ঠেকে নানা নিয়ম চালু ও পরিবর্তন করেই কয়েক হাজার বছর ধরে, পরের দেশ আক্রমন না করে, বেঁচে আছে। হিন্দুত্ব সম্মান করুন।
নি এম/মৃণাল মজুমদার