বগুড়ার শেরপুর শহরের ঘোষপাড়াতে চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও নগদ টাকা লুটপাট, ভাঙচুর ও পরিবারের সদস্যদের ঊপর আতর্কিত হামলার ঘটনা ঘটেছ৷
থানা সুত্রে জানা গেছে, গত ২৮ মে বিকালে বিপুল মহন্তের ছোট ছেলে পাশের বাড়ীর মোঃ গফুর শেখের ছেলের সাথে কথা কাটাকাটির রেশ ধরে ওই দিন সন্ধায় ১) মোঃ সোহেল শেখ (৩০) ২) মোঃ গফুর শেখ (৫০) ৩) মোছাঃ পলি আকতার(২৪) ৪) মোঃ সেলিম শেখ (২৫) ৫) মোঃ সাহেব আলী (৫৫) সহ আরও বেশ কিছু লোকজন মিলে দেশীয় অস্ত্র লাঠি সোঠা, ধাঁরালো অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা করে।
তারা এসে কারখানায় তেরী বেশকিছু মিষ্টি নিয়ে গিয়ে বাহিরে রাস্তায় ছিটিয়ে ফেলে দেয়৷ তাদের এসব কাজে বাঁধা প্রদান করলে তারা আরো ক্ষিপ্ত হইয়া বিপুলের স্ত্রীকে বেধরক মারধর করে পরে মেয়েকেও মারধর সহ কানের দুল ও গলার চেইন টেনে ছিঁড়ে নিয়ে যায় হামলাকারীরা। এতেই তারা ক্ষান্ত হয়নি এরপর বিপুলকে বেদম মারপিট করে। বিপুল জ্ঞান হারিয়ে ফেললে তখন হামলাকারীরা তার পকেট থেকে এবং ঘরে রক্ষিত ২,৪৫,০০০/ (দু' লক্ষ পয়তাল্লিশ ) হাজার টাকা লুট সহ ঘরের দরজা ও ষ্টিলের সোকেচ ভাঙচুর করেছে বলে দাবি করেন বিপুল মহন্ত।
এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে জখম প্রাপ্ত অবস্থায় শ্রী বিপুল মহন্ত, তার স্ত্রী রমা রানী, মেয়ে বর্ষা রানী, ছেলে জয় মহন্তকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা করে ওই সময় বাড়ি পাঠিয়ে দেয়৷ এবং এই ঘটনায় পরে শেরপুর থানায় একটি মামলা রের্কড করা হয়৷
বিপুল মহন্ত বলেন, আমি নির্যাতিত হয়ে বহু ধরনের লোকের কাছে বিচারের পাওয়ার আসায় ঘুরেছি কিন্তু বিচার পাইনি৷
শেরপুর থানার ওসি মোঃ হুমায়ন কবির বলেন, থানায় এসে বাদি এজাহার লিখে দিলে এজাহারটি রেকর্ড করা হয়েছে।
নি এম/