রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দিমিত্রি মেদভেদেভের স্থলাভিষিক্ত হয়েছেন মিখাইল মিশুস্তিন।
বুধবার (১৫ জানুয়ারি) মেদভেদেভের পদত্যাগের পর তুলনামূলক রাজনৈতিকভাবে আনকোড়া মিশুস্তিনের নাম ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২০১০ সাল থেকে দেশটির কর বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৫৩ বছর বয়সী মিখাইল মিশুস্তিন। তিনি ১৯৯৯ সালে সরকারি চাকরিতে যোগ দেন।
এসোসিয়েট প্রেস এক প্রতিবেদনে জানায়, সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী যেন প্রেসিডেন্টের ওপর নির্ভরশীল থাকেন এ কারণে মিশুস্তিনকে বেছে নিয়েছেন পুতিন।
এর আগে পার্লামেন্টের বার্ষিক ভাষণে এদিন প্রধানমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদের ব্যক্তি নির্বাচনে দেশটির সংসদ ডুমাকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার প্রস্তাবে প্রেসিডেন্টের থেকেও প্রধানমন্ত্রীকে বেশি ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনে দেশব্যাপী গণভোটও চেয়েছেন তিনি।
এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। সেই সাথে পদত্যাগ করে মেদভেদেভের নেতৃত্বাধীন গোটা সরকার।
পদত্যাগী প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এখন দেশটির নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।
নি এম/