যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ইনোক শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের ৫ শিশুসহ ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে সেখানকার স্থানীয় পুলিশ।
স্থানীয় একজন জানিয়েছেন, দীর্ঘ সময় পরিবারের সদস্যদের খোঁজ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। তারা বুধবার এসে বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে।
তিনি বলেন, ‘আমরা জানি না কেন এমন ঘটনা ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থা ওই ঘটনায় তদন্তে সহযোগিতা করছে। বিষয়টি সম্পর্কে জানতে কয়েক দিন সময় লাগতে পারে।’
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই। সল্ট লেক সিটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ইউটাহর ইনোক সিটিতে প্রায় ৮ হাজার লোকের বাস।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com