যারা পাকিস্তানপ্রেমী তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ সোমবার জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা শ্লোগান দেই ৭১ এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। আর তারা বলে ৭৫ এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার।
তারা বলে পাকিস্তান আমলে নাকি এদেশ ভালো ছিল। আসলে তারা পাকিস্তানপ্রেমী। যারা পাকিস্তানপ্রেমী তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জাজিরা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার মোহাম্মদ সামসুল হক খান, জাজিরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার জি এম নুরুল হক এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. কামরুল হাসান সোহেল জাজিরা পৌরসভার মেয়র মো. ইদ্রিস মাদবরসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইকবাল হোসেন মাসুদ।
জানা যায়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের অধীনে প্রায় ২ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার ৮৮৪ টাকা ব্যয়ে জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটির বাস্তবায়ন হয় গত প্রায় এক বছর পূর্বে। যার আনুষ্ঠানিক চুক্তি মূল্য ছিল ২ কোটি ৪ লক্ষ টাকা।
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com