মায়ের গর্ভেই গর্ভবতী সন্তান। বিস্ময়কর এই ঘটনা ঘটেছে কলম্বোর মামাজ লেটিনস হাসপাতালে।
জানা গেছে, সদ্যোজাত কন্যা জন্মেছে গর্ভে সন্তান নিয়ে! এর জেরে জন্মের সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। সেখানে অপারেশন করে বাদ দেওয়া হয় তার গর্ভস্থ ভ্রূণ
চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুর জন্মের দু’মাস আগে মায়ের আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ধরা পড়ে তার শরীরে দুটি Umbilical Cords রয়েছে। তার একটি ভ্রূণের গর্ভের সঙ্গে যুক্ত থাকায় মায়ের গর্ভে থাকাকালীনই গর্ভবতী হয়ে পড়ে কন্যা সন্তান। যা সত্যিই বিরল। জন্মের পরেই তাই সদ্যোজাতের পেট থেকে বের করে আনা হয় অপরিণত ভ্রূণটিকে।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সদ্যোজাত কন্যা সন্তান শারীরিক ভাবে ভালো আছে। তবে ভবিষ্যতে এই অস্ত্রোপচারের জন্য তার কোনও অসুবিধা হবে না বলে দাবি চিকিৎসকদের।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com