https://m.facebook.com/story.php?story_fbid=2579113075678497&id=100007394893120
গত বৃহস্পতিবার পালঘরের গাড়চিনচলে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে যে লকডাউনের সুযোগ নিয়ে তিনজন গ্রামে এসেছে শিশুদের দেহাংশ চুরি করতে। ফলে গ্রামের লোক তাঁদের উপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ এলেও, তারা কাউকে রক্ষা করতে পারেনি জনতার ক্ষোভের প্রকোপ থেকে। মারা যান দুই সাধু সুশীল গিরি মহারাজ (৩৫) এবং চিকানে মহারাজ কল্পবৃক্ষগিরি (৭০)। হত্যা করা হয় তাঁদের গাড়ির চালক নীলেশ তেলাঙ্গেকেও (৩৫)।
https://www.facebook.com/100005937332032/posts/1402062870001611/
ঘটনাটির ভিডিওয় দেখা যাচ্ছে পুলিশ আক্রান্তদের বাঁচাতে এলে তাদের উপরেও গ্রামবাসীদের চড়াও হতে দেখা যায়। অস্ত্র ও লাঠি সঙ্গে নিয়ে তারা পাথর ছুঁড়তে থাকে পুলিশের দিকে। ভিডিওটিতে এক ৭০ বছরের বৃদ্ধ কে প্রাণভিক্ষা করতে দেখা গিয়েছে। অন্য ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামবাসীরা পুলিশের গাড়িকে আক্রমণ করেছে। গাড়ির জানলার ও অন্যান্যা কাচ ভেঙে দিয়ে গাড়িটিকে ধাক্কা দেওয়া হচ্ছে। জেলার কালেক্টর কৈলাস শিন্ডে এই ঘটনার বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাঁরা হিন্দু রীতিতে ধর্মগুরুদের পরিহিত পোশাক।
এবং ইচ্ছাকৃতভাবেই তাদের পিটিয়ে মারা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এ মর্মান্তিক দৃশ্য দেখে সারা ভারতে ক্ষোবের সৃষ্টি হয়েছে।
যারা কোন একক ধর্মের নয়, কোন বর্নের নয়, কোন একক জাতি গোষ্ঠীর জন্য নয়, সমগ্র পৃথিবীর মানবজাতির জন্য, পৃথিবীর সকল জৈব বৈচিত্র্যর জন্য সৃষ্টিকর্তার নিকটে প্রার্থনা করে, সকলের মঙ্গলের জন্য, বিশ্ব ব্রহ্মান্ডের শান্তির জন্য.......
১। বাড়িতে গিয়ে মা মা বলে ডাক দিয়ে যারা বলে মাগো এক মুষ্টি চাল দাও তারাই সন্ন্যাস!
২। মা মাগো বলে ডাক দিয়ে আমাকে দুটো খাবার দাও তারাই সন্ন্যাস!
৩। সন্তানদের চেয়ে যারা অন্যের মাকে মা বলে ডাকে তারাই সন্ন্যাস!
৪। নিজে খাওয়ার আগে ভগবানকে আগে খাওয়ায় তারাই সন্ন্যাস!
৫। যাদের কোন সম্পদের লোভ নাই তারাই সন্ন্যাস!
৬। তীর্থ স্থান আর শ্বশ্মানে যারা থাকে তারাই সন্ন্যাস!
৭। পরিবারের মায়া ত্যাগ করে ঈশ্বরকে খুজে ফেরে তারাই সন্ন্যাস!
৮। সম্বল বলতে, কাঁধে ঝুলি আর লাঠি থাকে তারাই সন্ন্যাস!
৯। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিক্ষা করে সকলকে প্রসাদ নিবেদন করে তারাই সন্ন্যাস!
১০। কামনা বাসনাকে চিরতরে ঘুম পাড়িয়ে রাখে তারাই সন্ন্যাস!
১১। অপরের ক্ষতি কখনো যারা চায়না তারাই সন্ন্যাস!
১২। সংসার ধর্ম ত্যাগ করে অর্থাৎ বিয়ে করে না তারাই সন্ন্যাস!
তাদেরই আজ এ পরিণতি...!?
নি এম/