মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
মঙ্গলবার, ৫ই চৈত্র ১৪৩০
সর্বশেষ
 
 
মঙ্গলবার বিদ্যুৎ প্রতিমন্ত্রীর চট্টগ্রাম সফর
প্রকাশ: ০১:২৩ am ১৮-০৪-২০১৬ হালনাগাদ: ০১:২৩ am ১৮-০৪-২০১৬
 
 
 


চট্টগ্রাম: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ১৯ এপ্রিল সকাল পৌনে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একদিনের সফরে চট্টগ্রামে যাবেন।

 

সোমবার প্রতিমন্ত্রীর একান্ত সচিব সেলিম আবেদ প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মঙ্গলবার প্রতিমন্ত্রী নসরুল হামিদের সফরসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় চট্টগ্রাম বন্দর পরিদর্শন, ১০টায় ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ এর পরামর্শক হিসেবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের (ইআই্এল) সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে যোগদান, বিকেল ৩টায় পতেঙ্গার গুপ্তখাল এলাকায় পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের বিভিন্ন স্থাপনা পরিদর্শন, সাড়ে ৪টায় আগ্রাবাদে পদ্মা অয়েল কোম্পানির নির্মিতব্য প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৬টায় পতেঙ্গায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনাগারের (মেইন ইনস্টলেশন) ভিত্তিপ্রস্তর স্থাপন। সরকারি এ সফরে প্রতিমন্ত্রীর সঙ্গে একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা যাবেন।

 

প্রতিমন্ত্রী রাত পৌনে আটটায় ইউএস বাংলার একটি ফ্লাইটে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

 

 

এইবেলাডটকম/আরজে

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71