বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
বৃহঃস্পতিবার, ৬ই চৈত্র ১৪৩১
সর্বশেষ
 
 
বোরখা পরে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলাম: রুপা গাঙুলি
প্রকাশ: ০৬:৩১ pm ১৪-১২-২০১৯ হালনাগাদ: ০৬:৩১ pm ১৪-১২-২০১৯
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


ভারতে লোকসভার পর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাব ( সিএবি) পাশ হওয়ার পর এখন আইনে রূপ নেয়ার পর পশ্চিমবঙ্গের অভিনেত্রী রুপা গাঙুলি জানান, তিনি অনুপ্রবেশকারী। বোরখা পরে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। তার নাগরিকত্ব কি থাকবে? শুক্রবার রাতে তার এমন টুইটকে কেন্দ্র করে ভারতে শুরু হয় নতুন বিতর্ক। কারণ তিনি বিজেপির সাংসদ। তিনি দাবি করেছেন চার দশক আগে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন।

কেউকেউ প্রশ্ন তুলেছেন, তা হলে তাকে কি এখন নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় শরণার্থী থেকে নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হবে? যদি করতে হয়, তা হলে এখন তার অবস্থান কী? তিনি কি জনপ্রতিনিধি হয়ে সংসদ বা বিধানসভায় থাকতে পারেন?

নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) রাজ্যসভায় পাশ হওয়ার পর শুক্রবার রূপা টুইট করেছেন, ‘আমি তো খান টাইগারের বেগম হয়ে যাচ্ছিলাম। আমাকে অপহরণ করতে এসেছিল। সে রাতে যদি আমি এবং আমার মা বোরকা পরে বাংলাদেশের দিনাজপুর থেকে পালাতে না পারতাম, তবে আজ বিজেপির সাংসদ হতে পারতাম না।’

এ নিয়ে রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘রূপা গাঙুলি তো নিজেই বলছেন, উনি বোরকা পরে এসেছেন। উনি তো নিজের পরিচয় প্রকাশ করেননি! সে ক্ষেত্রে তো উনি নাগরিক নন, একজন অনুপ্রবেশকারী! তা হলে বিজেপি তাকে সাংসদ করল কী করে? এখনই তার পদত্যাগ করা উচিত।’

এর উত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘রূপা শরণার্থী হয়ে থাকলে কালই নাগরিকত্বের আবেদন করবেন এবং পেয়েও যাবেন। আর শরণার্থী অবস্থায় পশ্চিমবঙ্গ, আসাম অনেক রাজ্য থেকেই অনেকে সাংসদ হয়েছেন।’

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71