শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার, ৬ই বৈশাখ ১৪৩১
সর্বশেষ
 
 
বৃহন্নলার জাতীয় পুরষ্কার প্রত্যাহার
প্রকাশ: ০৭:৩৯ am ১৭-০৪-২০১৬ হালনাগাদ: ০৭:৩৯ am ১৭-০৪-২০১৬
 
 
 


বিনদন ডেস্ক: বৃহন্নলা চলচ্চিত্রকে কয়েকটি শাখায় জাতীয় পুরষ্কার দেয়ার পর সেগুলোকে বাতিল ঘোষণা করেছে সরকার।

চলচ্চিত্রটি ২০১৪ সালে তিনটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়ার পর অভিযোগ উঠেছিল, চলচ্চিত্রটির কাহিনী সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট গল্প 'গাছটি বলেছিল'র সাথে হুবহু মিলে যায়।

কিন্তু এজন্য লেখকের অনুমতি নেয়া হয়নি। এমনকি চলচ্চিত্রের ভেতরে লেখককে কোনোরকম স্বীকৃতিও দেয়া হয়নি।এমন একটি চলচ্চিত্রকে জাতীয় পুরষ্কার দেয়ায় ওই সময়ে বিস্তর সমালোচনা হয়েছিল।

তথ্য সচিব মর্তুজা আহমেদ বলেন, সরকারী অনুদানের চলচ্চিত্রের ক্ষেত্রে একটি শর্ত হল গল্পটি মৌলিক হতে হবে। ফলে যখন অভিযোগ পাওয়া গেল, যে এই গল্পটি মৌলিক নয় এবং অন্য একজনের গল্প থেকে নেয়া এবং সেখানে কোনোরকম স্বীকৃতি দেয়া হয়নি, তখন তথ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ার পর পুরষ্কার বাতিল হয়েছে।

এখন চলচ্চিত্রটির নির্মাতা ও কাহিনীকারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।

আহমেদ বলছেন, তাদের কাছ থেকে অনুদানের অর্থ ফেরত নেয়া-সহ অন্যান্য বিধিবদ্ধ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে বৃহন্নলার পরিচালক মুরাদ পারভেজের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এখানে উল্লেখ করা যেতে পারে সরকারি অনুদানের চলচ্চিত্র বৃহন্নলা মুক্তি পায় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে।

এটি ওই বছরই সেরা চলচ্চিত্র, সেরা কাহিনীকার এবং সেরা সংলাপ রচয়িতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করে।

 

এইবেলা ডটকম/এডি

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71