বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার অন্তর্গত গনকপাড়া গ্রামের সংখ্যালঘু রবিদাসের বাড়ীতে হামলা, ভাংচুর, মারধর ,লুট ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় ইউপি সদস্য ও তার পেটোয়া বাহিনী ।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় ঘটনাটি ঘটেছে!
সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার গনক পাড়া গ্রামের মৃত শিউলাল রবিদাসে ছেলে শ্রী সুমল চন্দ্র রবিদাসের বসত বাড়ী দোকান ঘর ভাঙচুর ও লুটপাট মারধর অগ্নি সংযোগ করে একই এলাকার মোঃ তরিকুল মেম্বার। প্রতিবেশী মৃত সুন্দর রবিদাসের ছেলে শ্রী ফকির রবিদাস ও শ্রী ঝুলন রবিদাসের নিকট হতে ০৬ শতাংশ বসত বাড়ীর জমি কিনে ওই এলাকার মোঃ নুরু ইসলামের ছেলে ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ তরিকুল ইসলাম৷
ক্রেতা মোঃ তরিকুল ইসলামের কবলা দলিলে যেখানে জমি কিনে সেখানে প্লট না কেটে চালাকি করে অবৈধ ভাবে পাশের প্লটে কবলা দলিলে ম্যাপ কেটে নেয়৷ এর রেশ ধরে গত বেশকিছু দিন পূর্বে হতে মেম্বার মোঃ তরিকুল ইসলাম নানা ভাবে বাদী শ্রী সুমল গং এর সাথে তাল বাহানা করতে থাকে গন্ডগোল করার জন্য৷ এরই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যায় মোঃ তরিকুল ইসলাম ইউপি মেম্বার প্রায় ৫০/৬০ জন ভাড়া করা সন্ত্রাসী লোক দেশীয় অস্ত্র সস্ত্র লাঠি সোঠা নিয়ে আক্রমন করে শ্রী সুমল রবিদাসের বসত বাড়িতে।
তারা আক্রমন করে প্রথমে তাদের সেলুন দোকান, এরপর বসত বাড়ীতে ভাঙচুর লুটপাট ও অগ্নি সংযোগ করে এবং তার গর্ভবতী ছোট ভাই বউ এর পেটে লাথি মারে বলে দাবি করেন পরিবারটি।
শ্রী সুমল রবিদাসের ভাই নিখিল রবিদাস জানান, ইউপি মেম্বার মোঃ তরিকুল ইসলামের সন্ত্রাসী বাহীনি তাদের ঘরের কাঠের খাট, ড্রেসিং টেবিল, ঘরের বেড়া ভাঙচুর, ঘরে রক্ষিত বিভিন্ন জিনিস পএ ভাঙচুর ও নগদ ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকা, দের ভরি সোনা, লুট করে নিয়ে গেছে তারা৷ তিনি আরও জানান, বর্তমানে তাদের ঘরে খাবারের কোন ব্যবস্থা পর্যন্ত নেই৷ প্রতিক্ষণে ক্ষণে মেম্বারের সন্ত্রাসী বাহিনি হুমকি ধামকি ও দেশ ত্যাদের হুমকি দিয়ে যাচ্ছে৷
শ্রী সুমল রবিদাস বাদি হয়ে ২১জনকে আসামি করে মামলা দায়ের করেন৷
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, দুর্স্কৃতিকারীর কোন স্থান নেই এই দেশে৷ তিনি বলেন " ঘটনাটি শুনতে পেরে আমি অফিসার পাঠাই এবং এ সংক্রান্তে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি তাকে জানান।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com