ভারতের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। পাঞ্জাব পুলিশ এই তথ্য জানিয়েছে।
এনিয়ে অবৈধভাবে মদ তৈরির আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শনিবার তারা ১০০ টির বেশি আস্তানায় অভিযান চালিয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে।
এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী ওই ঘটনাকে কেন্দ্র করে আবগারি বিভাগের ৭ কর্মকর্তা ও কর্মকর্তাসহ ৬ পুলিশকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।
সরকারি বিবৃতিতে বলা হয়, বিষাক্ত মদে পাঞ্জাবের তরতারনে সবচেয়ে বেশি ৬৩ জন মারা গেছে। এছাড়া অমৃতসরে ১২, গুরুদাসপুরের বাটালায় ১১ জন প্রাণ হারিয়েছেন।
রাজ্যটিতে গত (বুধবার) দিবাগত রাত থেকে মদপানজনিত মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছয়। শনিবার পর্যন্ত তা বেড়ে ৮৬ হয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, ওই ঘটনায় কোনও সরকারি কর্মচারি বা অন্যরা জড়িত দেখা গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষাক্ত মদ উৎপাদন ও বিক্রয় বন্ধে পুলিশ ও আবগারি দফতরের ব্যর্থতা লজ্জাজনক বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com