শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার, ৬ই বৈশাখ ১৪৩১
সর্বশেষ
 
 
পাকিস্তান সীমান্তে চলছে ভারতের বিশাল সামরিক মহড়া
প্রকাশ: ০৮:০০ am ১৬-০৪-২০১৬ হালনাগাদ: ০৮:০০ am ১৬-০৪-২০১৬
 
 
 


আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনাবাহিনী ‘শত্রুজিৎ’ নামের বিশাল সামরিক মহড়া চালাচ্ছে । পাকিস্তান সীমান্তবর্তী থর মরুভূমিতে এ মহড়া  চলছে এবং ভারতীয় নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির দ্রুত জবাব দেয়ার প্রস্তুতি আরো চাঙ্গা করার লক্ষ্যে এ মহড়া চালানো হচ্ছে।

দিল্লির কাছে মাথুরায় মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর ওয়ান কোর এ মহড়ায় নেতৃত্ব দিচ্ছে। আক্রমণের জন্য ভারতে যে তিন কোরকে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে তার অন্যতম ওয়ান কোর।

মহড়ায় কয়েকটি পদাতিক, গোলন্দাজ এবং সাঁজোয়া বহর অংশ গ্রহণ করছে। মহড়া চলাকালে পরমাণু, জৈব এবং রাসায়নিক হামলার কৃত্রিম পরিবেশ তৈরি করা হবে। মহড়া চলাকালে তিন হাজার ছত্রী সেনা নামানোসহ বিশাল বিমান অভিযানও চালানো হবে। শত্রুজিৎ সামরিক মহড়ার চূড়ান্ত পর্ব পর্যালোচনা করবেন ভারতীয় সেনা প্রধান জেনারেল দলবীর সিং সুহাগ।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, পাকিস্তানের হুমকিকে সামনে রেখে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান যখন ৬০ কিলোমিটার পাল্লার হাতেফ নয় ক্ষেপণাস্ত্র দিয়ে প্রচলিত ভারতীয় সেনা প্রাধান্যের মোকাবেলা কথা বলছে তখন এ মহড়া চলছে। শত্রুজিৎ’এর মাধ্যমে ভারত নিজ রণ-কৌশল এবং রণ-প্রস্তুতি আরো চাঙ্গা করে তুলতে চায়।

ভারতীয় এক প্রতিরক্ষা বিশেষজ্ঞের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে, কৌশলগত অস্ত্রকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহারের কথাবার্তা বোকার মতো পাকিস্তান বলতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের নীতি পরিষ্কার এবং নয়াদিল্লি কখনোই প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। কিন্তু শত্রু যদি পরমাণু, জৈব বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তার দাঁতভাঙ্গা জবাব ভারতের পক্ষ থেকে দেয়া হবে বলে এ প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানান।

খবর: রেডিও তেহরান

এইবেলা ডটকম/এসবিএস

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71