নরসিংদীতে সাব স্টেশনের জমি ক্রয়ে প্রায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতিসহ মহাব্যবস্থাক পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে।
পবিস অন্তর্গত ৩৩/১১ কেভি বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য জেলার দুলালপুর মোড় এবং বেলাব বাজার সংলগ্ন দুটি জমির সরকারি ক্রয়ে ৯৬ লক্ষ টাকা আত্নসাৎ করেছেন বলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান দপ্তরে প্রেরিত এক চিঠিতে উল্লেখ করেন এলাকাবাসী।
এলাকাবাসী নামে প্রেরিত চিঠিতে বর্তমান সভাপতি আসাদ মিয়া, সাবেক সভাপতি সাজ্জাদ উল্লাহ, মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ এবং পরিচালক মনিরুজ্জামান মনিরে বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
জমি ক্রয় চুক্তিনামা অনুযায়ী, দুলালপুর মোড় সংলগ্ন ৪০ শতাংশ জমির মালিক আব্দুর রহমান, পিতা‘ ১১– মৃত দুলু মিয়া গং, বর্তমান বাজারমূল্যে ২৪ লক্ষ টাকা পেলেও সরকারি ক্রয়ে ৫২ লক্ষ টাকা লেখেন পবিস কর্মকর্তারা।
পাশাপাশি বেলাব বাজারের উত্তর পাশে ৪০ শতাংশ জমির সরকারি ক্রয়ে ১ কোটি ৫২ লক্ষ টাকা উল্লেখ থাকলেও জমির মালিক পাবেন ৮০ লক্ষ টাকা। দুই জমির বিপরীতে পবিস কর্মকর্তারা মোট ৯৬ লক্ষ টাকা আত্মসাত করেছেন।
বেলাব বাজার সংলগ্ন জমির মালিকের কাছ থেকে পবিস সভাপতি আসাদ মিয়া সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের নরসিংদী শাখার ১০২৩০০৩৬৪৩১৭৭ একাউন্ট নম্বরে ৯০৪৯৫১ নং আগ্রিম ৪৮ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক গ্রহন করেন বলে একটি সুত্রে জানা গেছে।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com