থাইল্যান্ডে বাস ও ট্রেনের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো অনেকে। দেশটির কর্মকর্তারা এ কথা জানান।
রবিবার সকালে ব্যাংকক থেকে ৫০ কিলোমিটার পূর্বে এই দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বিশেষ আয়োজনে মন্দিরে যাচ্ছিলো বলে জানিয়েছে থাই পুলিশ।
বাসটি সরাতে ক্রেনের প্রয়োজন বলে জানিয়েছে উদ্ধারকারীরা। তাছাড়া মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী, বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যায় থাইল্যান্ডের অবস্থান দ্বিতীয়।এর আগে ২০১৮ সালের মার্চে রাস্তার পাশে গাছে বাস ধাক্কা খেয়ে ১৮ জনের মৃত্যু হয় এবং অনেকে আহত হয়।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com